ভিডিও

শাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি খলিল গ্রেপ্তার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৪, ১০:৫৬ দুপুর
আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৪, ১০:৫৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

মফস্বল ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শনিবার বেলা১টার দিকে ময়মনসিংহের ভালুকা থানা এলাকায় র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।আটক খলিলুর রহমান নেত্রকোনার কেন্দুয়া থানার শিবপুর গ্রামের মো. আবদুল আউয়ালের ছেলে।

র‌্যাব জানিয়েছে, শাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমানের বিরুদ্ধে সিলেট কোতোয়ালী থানায় দণ্ডবিধির ১৪৩/ ১৪৭/ ১৪৮/ ৩২৪/ ৩০৭/ ৩০২/৩৪ ধারায় মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল।এর আগে শাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমান সজিবকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছিল।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ১৯ জুলাই সিলেট মহানগরের বন্দরবাজার এলাকায় বিএনপির মিছিল চলাকালে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে সাংবাদিক এ টি এম তুরাবের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার আসামি শাবি ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমান। এছাড়া আন্দোলনের সময় শাবি এলাকায় পুলিশের ধাওয়ায় পানিতে পড়ে মারা যাওয়া বিশ্ববিদ্যালয়টির ছাত্র রুদ্র সেন হত্যা মামলায়ও আসামি তিনি। এ দুটি ছাড়াও আন্দোলনের সময় সিলেটে আরও কয়েকটি সহিংস ঘটনার অন্যতম আসামি খলিল।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS