ভিডিও

প্রাইভেটকারের ড্যাশবোর্ড থেকে ৮ হাজার ইয়াবা উদ্ধার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০২:০১ দুপুর
আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০২:০১ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  যশোর-নড়াইল সড়কের নীলগঞ্জ ব্রিজের কাছে প্রায় ৮ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার সিরাজুল ইসলাম ভুঁইয়ার ছেলে সুজন ইসলাম ভুঁইয়া (২৭) ও ষষ্ঠীতলা পাড়ার সোহরাব মোল্যার ছেলে সুজন মোল্যা (৪০)।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মো. হাবিবুর রহমান বলেন, নড়াইল থেকে যশোরমুখী একটি প্রাইভেটকার থামানোর জন্য সংকেত দিলে গাড়িটি থামিয়ে ভেতরে থাকা দুই জন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় র‌্যাব সদস্যরা তাদের আটক করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটককৃতরা প্রাইভেটকারের সামনের ড্যাশবোর্ডের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ৭ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS