ভিডিও

নোয়াখালীতে চার সন্ত্রাসীকে গণপিটুনি; একজনের মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০২:১০ দুপুর
আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০২:১০ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  নোয়াখালী সদর উপজেলায় চার সন্ত্রাসীকে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। এর মধ্যে আহত এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তির নাম আব্দুস শহীদ (৪৩)। তিনি উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের চরমটুয়া গ্রামের মমিন উল্লাহ মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইসমাইল মুহুরির বাড়ি থেকে অস্ত্রসহ আব্দুস শহীদ, জামাল, জাবেদ ও রিয়াদ হোসেন নামে চার ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। এতে চার জনই আহত হন। পরে তাদের যৌথ বাহিনীর কাছে সেপর্দ করা হয়। যৌথ বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস শহীদের মৃত্যু হয়।

সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, স্থানীয় জনতা চার ব্যক্তিকে আটক গণপিটুনি দেয়। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শহীদের মৃত্যু হয়েছে। নিহত শহীদের বিরুদ্ধে থানায় ৮টি মামলা রয়েছে। তিনি থানার তালিকাভুক্ত সন্ত্রাসী।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS