ভিডিও

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ২ জেলের মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০২:২৯ দুপুর
আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০২:২৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পান্ডার গাঁও ইউনিয়নের পশ্চিম পলিরচর গ্রামে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. জালাল উদ্দিন (৩৬) ও মো. জসিম উদ্দিন (২৬) নামে দুই জেলের মৃত্যু হয়েছে।

রোববার ( ২৯ সেপ্টেম্বর ) সকালে এ বজ্রপাত ঘটে।

নিহত মো. জালাল উদ্দিন পশ্চিম পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছেলে ও মো. জসিম উদ্দিন একই গ্রামের মো. নুরুল হকের ছেলে। 

পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ বলেন, আজ (রোববার) সকাল সাড়ে ৭টার দিকে দেখার হাওরে মাছ ধরতে যান দুজন। এ সময় ঝড়বৃষ্টি হতে থাকে। মাছ ধরার এক পর্যায়ে শুরু হয় প্রচণ্ড বজ্রপাত। এ সময় বজ্রপাতের আঘাতে দুজনই হাওরে পড়ে যান। পরে স্থানীয়রা তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক। তিনি বলেন, আমরা দুজন মারা গেছেন আমরা খবর পেয়েছি। দোয়ারাবাজার থানা পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়েছি, আবহাওয়া এখনও খারাপ তাই পৌঁছাতে সময় লাগছে। স্থানীয় চেয়ারম্যান আমাকে ব্যাপারটা জানিয়েছেন। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS