ভিডিও

চাঁদাবাজি -জমি দখলের অভিযোগ ,যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০৬:০৯ বিকাল
আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০৬:০৯ বিকাল
আমাদেরকে ফলো করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যৌথ বাহিনীর অভিযানে মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানকে আটক হয়েছেন।

এর আগে শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলার হাবিবপুর নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক আতাউর রহমানের বিরুদ্ধে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় চাঁদাবাজি, জমি দখল, বিভিন্ন ফ্যাক্টরির ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ উঠেছে। তাছাড়া বিচার-সালিশের নামে তার নেতৃত্বে বাবুল, রাকিব, নিজামুদ্দিনের একটি সিন্ডিকেট লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে।

সোনারগাঁ থানার ওসি এমএ বারী বলেন, এখনো পর্যন্ত বিএনপি নেতাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে পাওয়া অভিযোগগুলো যাচাই-বাছাই চলছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS