দিনাজপুরের পার্বতীপুরে ভীমরুলের কামড়ে আহত ৩০

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে গাছে থাকা ভীমরুলের চাক (বাসা) ভাঙার পর ভীমরুলের কামড়ে প্রায় ৩০জন পথচারী আহত হয়েছেন। বাসটার্মিনালের পাশে আদর্শ হুগলীপাড়া গ্রামের সোবরাদুর বাড়ির কাছে ঘটনাটি ঘটে।
ভীমরুলের কামড়ে আহত বাসটার্মিনাল বাজারের মুদি ব্যবসায়ী সিদ্দিক জানান, আজ রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে রাস্তা দিয়ে দোকানে আসার সময় ঘটনাস্থলে পৌঁছামাত্র ৬টি ভীমরুল তাকে কামড় দেয়। তাৎক্ষনিকভাবে তিনি হাসপতালে ভর্তি হয়েছেন।
আরও পড়ুনএছাড়াও ভীমরুলের কামড়ে শিক্ষক নাসির উদ্দিন, শ্রমিক আজিজুল হক, ইব্রাহিম, মতিসহ প্রায় ৩০জন পথচারী আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০জনকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা বিভিন্নস্থানে প্রাথমিক চিকিৎসা নেন।
মন্তব্য করুন