খেলাধুলার মাধ্যমে মাদক নির্মূল করতে হবে : মোশারফ হোসেন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন বলেছেন, খেলাধুলার মাধ্যমে মাদককে সমাজ থেকে নির্মূল করতে হবে। দেশকে মাদকমুক্ত করতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই।
গতকাল রোববার সন্ধ্যায় নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। এর আগে নন্দীগ্রাম কিশোর ক্লাবের আয়োজনে খেলায় মদিনা ডিপার্টমেন্টাল স্টোর ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে সুপার কিংস ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন সাবেক এমপি মোশারফ হোসেন।
আরও পড়ুনকিশোর ক্লাবের পরিচালক আল মাসুম রুনুর সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক হুমায়ুন কবির। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, পৌর বিএনপি’র সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, জামাল হোসেন, থানার এসআই নাজমুল হক, সারোয়ার হোসেন, রফিকুল ইসলাম অপু, আবু সাঈদ মিলন প্রমুখ।
মন্তব্য করুন