বগুড়ার দুপচাঁচিয়ায় সনাতন ধর্মালম্বীদের সাথে জামায়াতে ইসলামির মত বিনিময়
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলা জামায়াতে ইসলামির আয়োজনে সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা চালকল মালিক সমিতির কমিউনিটি সেন্টারে উপজেলা জামায়াতের আমীর মুনছুর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফ আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ মো: শাহাবুদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর আব্দুল হক সরকার।
আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর মাসুদ মিয়া, নায়েবে আমীর ওমর আলী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা আব্দুল গণি মন্ডল, গুনাহার ইউনিয়ন চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, ব্যবসায়ী দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, নয়ন চন্দ্র দাস, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যপরিষদের সভাপতি রথিন্দ্রনাথ বসাক কালা, ছোটন চৌধুরী, দুলাল বসাক, প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, অরবিন্দ কুমার দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি শিবেন চন্দ্র দাস, পরিমল চন্দ্র দাস, প্রভাষক প্রলয় সাহা, রমেন বসাক, প্রধান শিক্ষক গগন বর্মণ প্রমুখ।
আরও পড়ুনপরে উপজেলার ৬ ইউনিয়ন, ২টি পৌরসভার মোট ৪০টি পূজা মন্ডপ পরিচালনা কমিটির সভাপতিদের হাতে আর্থিক অনুদানের অর্থ প্রদান করা হয়।
মন্তব্য করুন