ভিডিও

রাজশাহীর পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

প্রকাশিত: অক্টোবর ০১, ২০২৪, ১০:৪৭ রাত
আপডেট: অক্টোবর ০১, ২০২৪, ১০:৪৭ রাত
আমাদেরকে ফলো করুন

পুঠিয়া (রাজশাহী) প্রধিনিধি : রাজশাহীর পুঠিয়ার বালিয়াঘাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবর আলী (৪০) নামের এক আটোচার্জার রিকশা চালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১ অক্টোবর) সকালে পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের বালিয়াঘাটি গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, নিজ বাড়ির বারান্দায় প্রতিদিন রিকশার ব্যাটারীতে চার্জ দেয়। এরই ধারাবাহিকতায় সোমবার রাতেও রিকশার ব্যাটারীতে চার্জে দিয়ে রাখে। আজ মঙ্গলবার (১ অক্টোবর) সকালে রিকশা থেকে বিদ্যুতের লাইন বন্ধ করে খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

এ সময় তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এব্যাপারে থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন জানান, এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে। আর লাশ পারিবারিকভাবে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS