বগুড়ার কাহালুতে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার (১ অক্টোবর) সকালে উপজেলা সদরে আনন্দ মিছিল করা হয়। জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এম’পি মোশারফ হোসেন কেন্দ্রীয় কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ায় এবং নবগঠিত জেলা স্বেচ্ছাসেবকদলের কমিটিকে শুভেচ্ছা জানাতে এ মিছিলের আয়োজন করা হয়।
মিছিলে অংশ নেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেয়র আব্দুল মান্নান, পৌর বিএনপি’র সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, মোহাম্মাদ আলী ভূইয়া, প্রভাষক মো. শাহাবুদ্দিন, আব্দুল করিম, খোকন খান, মোহাম্মাদ আলী সুমন, আবুল কালাম আজাদ, ফাহিম আহম্মেদ সুমন, রাকিব ইমতিয়াজ শাওন, স্বাধীন, আবু জর আল গেফারী, নাজমুস শাহাদত, রাসেল, রিমন রাহাদ প্রমুখ।
আরও পড়ুনমন্তব্য করুন