ভিডিও

ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক করতে লেগেছে ৮ ঘন্টা

প্রকাশিত: অক্টোবর ০২, ২০২৪, ০২:২৭ দুপুর
আপডেট: অক্টোবর ০২, ২০২৪, ০২:২৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  ময়মনসিংহের ত্রিশালের ধলা রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হওয়া ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত রেললাইন সংস্কার করতে সময় লেগেছে সাড়ে ৮ ঘণ্টা।এর পরই ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (২ অক্টোবর) সকাল ৬টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে, গতকাল রাত সাড়ে ৯টার দিকে ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ট্রেনের পাওয়ার কার বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।

গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায় বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। পরে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে লাইনচ্যুত বগি উদ্ধার করে। ক্ষতিগ্রস্ত রেললাইন সংস্কারের পর সকাল ৬টায় ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS