ভিডিও

ঢাকা কেন্দ্রীয় কারাগারে অচেতন হাজতির মৃত্যু

প্রকাশিত: অক্টোবর ০২, ২০২৪, ০৩:৪৩ দুপুর
আপডেট: অক্টোবর ০২, ২০২৪, ০৩:৪৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  ঢাকা কেন্দ্রীয় কারাগারে মো. লিয়াকত (৪৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

লিয়াকতকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মো. মেহেদী হাসান জানান, গতকাল রাতে লিয়াকত হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী ঢাকা মেডিকেলে নিয়ে আসলে। রাত পৌনে ১১টার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক লিয়াকতকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, হাজতি লিয়াকতের বাবার নাম ফকির মাহমুদ। তবে তিনি কোন মামলায় কারাগারে হাজতি হিসেবে ছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS