ভিডিও রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

সীতাকুণ্ডে কেডিএস লজিস্টিক কনটেইনার ডিপোতে আগুন

সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে আগুন

নিউজ ডেস্ক:  চট্টগ্রামের সোনাইছড়িতে কেডিএস লজিস্টিকের একটি তুলাভর্তি কনটেইনার থেকে ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ৩০-৩৫টি তুলার বেল পুড়ে যায়।

মঙ্গলবার (১ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে  আগুনের সূত্রপাত। বিদেশ থেকে আমদানি করা তুলাভর্তি একটি কনটেইনারে উত্তপ্ত হয়ে ধোঁয়া বের হতে থাকে। এ সময় তুলার গাঁইটে আগুন দেখে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ডিপোর লোকজন ও স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করেন। তবে আশপাশের কনটেইনারে আগুন ছড়ায়নি। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আল মামুন বলেন, একটি তুলাভর্তি কনটেইনার থেকে আগুনের সূত্রপাত। অনেক তুলার বেল পুড়ে যায়। প্রাথমিকভাবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নির্ধারণ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, কেডিএস লজিস্টিক ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩০-৩৫টি তুলার বেল পুড়ে যায়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ৭ যানবাহনের সংঘর্ষ, আহত ৫

আইনজীবী আলিফ হত্যা : তদন্ত কমিটির সব সদস্যের পদত্যাগ 

আজও খুব অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

বাংলাদেশের হারিয়ে চ্যাম্পিয়ন ভারত 

সমালোচনার পর কমলো বিপিএল মিউজিক ফেস্টের টিকিটমূল্য

ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩৮