ভিডিও রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

মেঘনায় বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ ১

মেঘনায় বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ ১

নিউজ ডেস্ক:  চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বোরোচর এলাকার মেঘনা নদীতে রাতের আঁধারে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (০১ অক্টোবর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত আরিফ উল্লাহ সরকার প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরিফ উল্লাহর মেয়ে তানজিলা আক্তার বলেন, বাবার পেটে অনেক গুলি। এখন কিভাবে চিকিৎসা করাবো। বাবা বালু কেটে নেয়ার খবর শুনে ঘটনাস্থলে যায়। এরপর এই ঘটনা।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, বোরোচর এলাকায় একদল দুর্বৃত্ত রাতের আঁধারে বালি কাটার চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন দুর্বৃত্তদের বাঁধা দিতে গিয়ে হামলার শিকার হয়। তাদের হামলায় একজন গুলিবিদ্ধ হয়েছে। এছাড়া অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. রফিক হাসান ফয়সাল বলেন, আরিফ উল্যার শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলি রয়েছে। খাদ্য নালী ছিদ্র হয়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মোহনপুর নৌ-পুলিশের ইনচার্জ মো. কামরুজ্জামান বলেন, বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনে হামলা-হুমকি-র‌্যাগিংসহ বিভিন্ন অপরাধে রাবির ৩৩ শিক্ষার্থীকে শাস্তি

ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ৭ যানবাহনের সংঘর্ষ, আহত ৫

আইনজীবী আলিফ হত্যা : তদন্ত কমিটির সব সদস্যের পদত্যাগ 

আজও খুব অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

বাংলাদেশের হারিয়ে চ্যাম্পিয়ন ভারত 

সমালোচনার পর কমলো বিপিএল মিউজিক ফেস্টের টিকিটমূল্য