ভিডিও শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

শিবচরে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

শিবচরে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের মির্জারচর বেপারীকান্দি গ্রামে পুকুরের পানিতে ডুবে আমেনা আক্তার (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।  

বুধবার (২ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত আমেনা ওই এলাকার জাকির মুন্সীর মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

জানা গেছে, বেলা ১১টার সময় অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে আমেনা। গোসলের এক পর্যায়ে তলিয়ে যায় সে। একই সময় শ্যামলী নামে আরেক শিশুও তলিয়ে যেতে থাকে। এ সময় পুকুরে থাকা অন্য শিশুদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে শ্রাবণীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও আমেনাকে নিথর অবস্থায় উদ্ধার করা হয়। পরে শিশুটিকে তাৎক্ষণিকভাবে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

আরও পড়ুন

এ ব্যাপারে স্বাস্থ্য কমপ্লেক্সটির আবাসিক চিকিৎসক কর্মকর্তা আশিকুল ইসলাম জানান, পানিতে ডুবে আমেনার মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন বলেন, পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যুর খবর পেয়েছি। খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও ছেলে দগ্ধ

কর্ম কমিশনের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

চকরিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদী গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে বাস উল্টে খাদে,আহত ২৩

জাহাজ থেকে বিদেশে পালানো ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সুশৃঙ্খল মানুষেরা সফল হয় কেন?