গোবিন্দগঞ্জ (গাইবান্ধ) প্রতিনিধি : গাইবান্ধার গেবিন্দগঞ্জে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদের তারে স্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (৬০) নামের একজন কৃষক মারা গেছে। সে উপজেলার দরবস্ত ইউনিয়নের গোপীনাথপুুর গ্রামের আজিজুর রহমানের ছেলে।
পুলিশ এবং মৃত মোহাম্মদ আলী পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদ আলী মাছ মারার জন্য বাড়ি থেকে বের হয়। সকাল ৭টার দিকে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে স্বজনরা গিয়ে দেখতে পায় মোহাম্মদ আলী প্রতিবেশী খয়বর আলীর ধান ক্ষেতের বৈদ্যুতিক ফাঁদে আটকে পরে আছে।
পরে বিদ্যুৎ লাইন বন্ধ করে তাকে উদ্ধার করলে স্থানীয় লোকজন দেখতে পান অনেক আগেই তার মৃত্যু হয়েছে। গোবিন্দগঞ্জ থানার এসআই হারুন জানান, ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।