সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় উপজেলা আওয়ামী লীগের ৪ জন নেতাকে গ্রেপ্তার করেছে সিংড়া থানা পুলিশ। গতকাল মঙ্গলবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
আটককৃতরা হলেন- সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এড. জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল আউয়াল, সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আদেশ আলী সরদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সঞ্জয় কুমার সাহা।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে বাদি আনিসুর রহমানের ২০১৮ সালের দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলায় হত্যা চেষ্টাসহ চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।