ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

মুক্ত হয়ে আকাশে উড়লো ৪০টি বক

পাবনার চাটমোহরে মুক্ত হয়ে আকাশে উড়লো ৪০টি বক, ছবি : দৈনিক করতোয়া

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : ফাঁদ দিয়ে বক শিকার করে বস্তায় ভরে বিক্রির জন্য যাচ্ছিলেন দুই পাখি শিকারি। একই পথ দিয়ে এক সাংবাদিক যাওয়ার সময় তাদের পথ আটকে পাখি শিকারের আইন সম্পর্কে বোঝান। পরে নিজেদের ভুল বুঝতে পেরে শিকার করা ৪০টি বক মুক্ত করে দেন তারা। এসময় ডানা ঝাঁপটে মুক্ত আকাশে উড়ে যায় বকগুলো।

গতকাল মঙ্গলবার সকালে পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের ধানকুনিয়া গ্রামে ঘটনাটি ঘটে। পেশাদার দুই পাখি শিকারি হলেন, উপজেলার ছাইকোলা পশ্চিমপাড়া গ্রামের ওয়াহেদ আলী (৩৮) ও নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা গ্রামের অসিম প্রামাণিক (৩৬)।

আর পাখিপ্রেমী সাংবাদিক হলেন দৈনিক কালবেলা ও দ্যা বাংলাদেশ পোস্ট পত্রিকার চাটমোহর প্রতিনিধি কবি ইকবাল কবীর রঞ্জু। তিনি মির্জাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক।

আরও পড়ুন

শিকারিরা জানান, গত কয়েকদিন ধরে চাটমোহরের বিভিন্ন বিলে ফাঁদ পেতে বক ধরছিলেন তারা। গত মঙ্গলবার ভোরে বক ধরতে আসেন চাটমোহরের বোয়াইলমারী বিলে। ফাঁদ পেতে ভোর থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ৪০টি বক ধরেন। তবে বক ধরার ক্ষতিকর প্রভাব ও পাখি শিকারের আইন সম্পর্কে জেনে তারা আর বক ধরবেন না বলে জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিপজলের বিরুদ্ধে মামলা

হিমছড়ি সৈকতে গোসলে বগুড়ার দুই শিক্ষার্থী নিখোঁজ, অপর ১ চবি শিক্ষার্থীর মৃত্যু 

গাজায় প্রাণহানি ছাড়াল ৫৭৫০০

যমজ শিশুকে বিলের পানিতে ফেলে ‘হত্যা’, আটক মা–বাবা

দু’দেশের জন্যই লাভজনক শুল্কচুক্তি চায় ঢাকা: শফিকুল আলম

ইরান থেকে দেশে ফিরলেন আরও ৩২ জন