গাইবান্ধার সাদুল্লাপুরে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় দেবেন্দ্র নাথ পাল(৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের ইদিলপুরের একবারপুর নামকস্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহত দেবেন্দ্র নাথ পাল উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া (পাটনি পাড়া) গ্রামের মৃত হরেন্দ্র নাথ পালের ছেলে। স্থানীয়রা জানায়, দেবেন্দ্র নাথ পাল একদল শূকর নিয়ে সড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুনপরে স্বজনরা এসে দেবেন্দ্র নাথ পালের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। ধাপেরহাট ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন বলেন, দুর্ঘটনাস্থলে গিয়েছি। সেখানে সড়ক দুর্ঘটনায় দেবেন্দ্র নাথ পাল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
মন্তব্য করুন