টাঙ্গাইলের মির্জাপুরে বাসের ধাক্কায় আব্দুল মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (২ অক্টোবর) সন্ধায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার পাকুল্যা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মান্নানের বাড়ি জামুর্কী ইউনিয়নের পাকুল্যা পুর্বপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার সন্ধায় সড়ক পারাপার হচ্ছিল। পথিমধ্যে ঢাকাগামী একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার (উপ-পরিদর্শক) আনিছুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়েছি। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।