ভিডিও

বগুড়ার দুপচাঁচিয়ায় বাড়ির গেট ভেঙে মোটরসাইকেল চুরি

প্রকাশিত: অক্টোবর ০২, ২০২৪, ১০:১৯ রাত
আপডেট: অক্টোবর ০২, ২০২৪, ১০:১৯ রাত
আমাদেরকে ফলো করুন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার প্রফেসার পাড়ায় সহকারী অধ্যাপক খলিলুর রহমানের বাসার গেট ভেঙে তার ব্যবহৃত ১২৫ সিসি বাজাজ মোটরসাইকেল (বগুড়া-হ-১৪-৮৯৩৭) চুরি হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার দিবাগত রাতে। এ ঘটনায় খলিলুর রহমান গত মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, উপজেলা সদরের পৌরসভার ৫নং ওয়ার্ডের প্রফেসর পাড়ার মহিলা কলেজের সহকারী অধ্যাপক খলিলুর রহমান প্রতিদিনের মতো রাতে তার বাসার নিচে মোটরসাইকেল রেখে ঘুমিয়ে পড়েন।

পরের দিন মঙ্গলবার ভোরে ফজরের নামাযের জন্য মসজিদে যাওয়ার সময় দেখেন তার বাসার গেট ভাঙা। কে বা কারা তার ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS