বগুড়ার দুপচাঁচিয়ায় বাড়ির গেট ভেঙে মোটরসাইকেল চুরি
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার প্রফেসার পাড়ায় সহকারী অধ্যাপক খলিলুর রহমানের বাসার গেট ভেঙে তার ব্যবহৃত ১২৫ সিসি বাজাজ মোটরসাইকেল (বগুড়া-হ-১৪-৮৯৩৭) চুরি হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার দিবাগত রাতে। এ ঘটনায় খলিলুর রহমান গত মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করেন।
জানা গেছে, উপজেলা সদরের পৌরসভার ৫নং ওয়ার্ডের প্রফেসর পাড়ার মহিলা কলেজের সহকারী অধ্যাপক খলিলুর রহমান প্রতিদিনের মতো রাতে তার বাসার নিচে মোটরসাইকেল রেখে ঘুমিয়ে পড়েন।
আরও পড়ুনপরের দিন মঙ্গলবার ভোরে ফজরের নামাযের জন্য মসজিদে যাওয়ার সময় দেখেন তার বাসার গেট ভাঙা। কে বা কারা তার ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে।
মন্তব্য করুন