ভিডিও

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাটি খননকালে ১১৬ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশিত: অক্টোবর ০২, ২০২৪, ১১:১০ রাত
আপডেট: অক্টোবর ০২, ২০২৪, ১১:১০ রাত
আমাদেরকে ফলো করুন

চাঁপাইনবাবগঞ্জ ও গোমস্তাপুর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাটি খননকালে মাটির নিচ থেকে ১১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। গুলিগুলো বহু পুরোনো ও মরিচা ধরা। পুলিশের প্রাথমিক ধারণা এগুলো রাইফেলের গুলি হতে পারে।

পুলিশ জানায়, আজ বুধবার (২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে আলীনগর ইউনিয়নের দিয়াড়াপাড়া গ্রামের কৃষক আব্দুল লতিফ (৫৬) বাড়ির পেছনে আমবাগানে গোয়ালঘর নির্মাণের জন্য মাটি খনন করছিলেন। এসময় তিনি গুলির সন্ধান পেলে পুলিশকে জানান।

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে ১১৬ রাউন্ড গুলি জব্দ করে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন,গুলিগুলো অকেজো হয়ে গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS