ভিডিও

ফেনীর সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা উদ্ধার

প্রকাশিত: অক্টোবর ০৫, ২০২৪, ০৮:০৬ রাত
আপডেট: অক্টোবর ০৫, ২০২৪, ০৮:০৬ রাত
আমাদেরকে ফলো করুন

ফেনীর সীমান্তবর্তী এলাকা ছাগলনাইয়া থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা উদ্ধার করেছে বিজিবি। 

আজ শনিবার (৫ অক্টোবর) রাতে উপজেলার সীমান্তবর্তী মাটিয়াগোদা নামক স্থানে অভিযান চালিয়ে এসব ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে মাটিয়াগোদা এলাকায় অভিযান চালায় যশপুর বিওপির একটি দল। এ সময় প্রায় ৩৪ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের অবৈধভাবে পাচার হয়ে আসা ভারতীয় বস্ত্র জব্দ করা হয়েছে।

ফেনীস্থ -৪ বিজিবির অধিনায়ক মোহাম্মদ মোশারফ হোসেন অভিযান ও বস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধাকৃত ভারতীয় বস্ত্র কাস্টমসে জমা দেওয়া হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS