সাবেক মন্ত্রী এম এ মান্নান কারাগার থেকে হাসপাতালে
মফস্বল ডেস্ক: সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সুনামগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে এমএ মান্নানকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, সুনামগঞ্জ সদর হাসপাতালে সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত উন্নত চিকিৎসার জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট সুনামগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় ২নং আসামি ছিলেন তিনি। ছাত্র-জনতার মিছিলে হামলার মামলায় গত ২০ সেপ্টেম্বর শান্তিগঞ্জ উপজেলার হিজলবাড়ির নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুনমন্তব্য করুন