গাইবান্ধার গোবিন্দগঞ্জে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জের মারুফা বেগম (২১) নামের এক নববধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। সে কোচাশহর ইউনিয়নের ফুলপাড়া গ্রামের ইসরাইল হোসেনের স্ত্রী এবং একই ইউনিয়নের সুধার ধাপ গ্রামের মোতলেব শেখের মেয়ে। মাত্র একমাস আসে ফারুফার সাথে ইসরাইলের বিয়ে হয়ে। গত সোমবার বিকেলে গলায় ওড়না ফাঁস লাগানো অবস্থায় নিজ শয়নঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক জাহিদ গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনাটি নিশ্চিত করেন।
আরও পড়ুনএ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক তারেকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে আজ মঙ্গলবার (৮ অক্টোবর) তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত রির্পোট এলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মন্তব্য করুন