চলন্ত মোটরসাইকেল থেকে সড়কে পড়ে গিয়ে ট্রাক চাপায় নিহত ১
নিউজ ডেস্ক: খুলনার নগরীর লবণচরা থানার টেক্সটাইল কলেজের সামনে রূপসা বাইপাস সড়কে ট্রাকচাপায় প্রান্ত শেখ (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। নিহত প্রান্ত নগরীর বয়রা কলেজ মোড় পিজিএফ কলোনির সাঈদুজ্জামানের ছেলে।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় কয়েকজন বন্ধু মিলে চা পান করতে রূপসা যান। ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে প্রান্ত গ্যাস সিলিন্ডার বেঝাই ট্রাকের নিচে চলে যান। এ সময় ট্রাকটি তার শরীরের ওপর দিকে চলে গেলে ঘটনাস্থলে প্রান্ত শেখের মৃত্যু হয়।
আরও পড়ুনমরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মো. তৌহিদুজ্জামান।
মন্তব্য করুন