ভিডিও শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

জামালপুরে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১   

জামালপুরে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১   

নিউজ ডেস্ক:  জামালপুর-সরিষাবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুটামনি এলাকার চাঁন মিয়ার দোকানের সামনে ট্রাক ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইউসুফ আলী (৪৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। বুধবার (৯ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ইউসুফ আলী জামালপুর পৌর শহরের বিসিক শান্তিনগর এলাকার মৃত আয়েজ উদ্দিনের ছেলে। 

স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা সরিষাবাড়ীগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ইজিবাইক চালক ইউসুফ আলী। এ সময় ইজিবাইকটিতে কোনো যাত্রী ছিলেন না। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে। 

এসময় জামালপুর-সরিষাবাড়ী আঞ্চলিক মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। দুর্ঘটনার পরেই চালক ও তার সহযোগী পালিয়ে যায়। পরে মরদেহ থানায় নিয়ে যায় পুলিশ। 

আরও পড়ুন

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য শাহিনুর ইসলাম বলেন, বিকট শব্দ শুনে রাস্তায় এসে দেখি ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকের মরদেহ ট্রাকের নিচে পড়ে আছে। ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করে। পরে পুলিশ এসে মরদেহ নিয়ে গেছে। 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মোহাম্মদ আতিক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ট্রাকটি আটক করা হলেও পালিয়ে গেছে এর চালক ও সহকারী। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনে যাচ্ছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা

রাজশাহীতে নেসকো’র ভৌতিক বিল বন্ধসহ নানা হয়রানির প্রতিবাদে বিক্ষোভ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি, বহিরাগতদের প্রবেশে বিধি-নিষেধ

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মায়ের মৃত্যু

বগুড়ার ধুনটে পাট মজুদ করায় ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা: গুদাম সিলগালা