বগুড়ার সারিয়াকান্দি পৌর ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দি পৌর ছাত্রলীগের সভাপতি ওমর আলীকে (৩০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ওমর আলী পৌর এলাকার ধাপগ্রামের তাহেরুল ইসলামের ছেলে।
সারিয়াকান্দি থানা সূত্রে জানা গেছে, উপজেলার হাটশেরপুর ইউনিয়নের মৃত মকফুর রহমানের ছেলে বিএনপি নেতা শাহিন রেজা সারিয়াকান্দি থানায় একটি নাশকতার মামলা দায়ের করেন। এ মামলায় পৌর ছাত্রলীগের সভাপতি ওমর আলীকে আসামি করা হয়। গত মঙ্গলবার রাত ৮টার দিকে সারিয়াকান্দি থানার পুলিশ অভিযান চালিয়ে ওই মামলার আসামি ওমর আলীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
আরও পড়ুনসারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামি ওমর আলীকে গত বুধবার দুপুরে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন