বগুড়ায় ৯শ’ এ্যাম্পুল নেশার গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার : বগুড়ার শিবগঞ্জে ৯শ’ এ্যাম্পুল নেশার ইনজেকশনসহ (বুপ্রিনরফিন) মো: কাশেম (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (১১ অক্টোবর) শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুরে মীর রুবেল এলপিজি অটো গ্যাস ষ্টেশন এর সামনে থেকে তাকে ওই পরিমাণ নেশার ইনজেকশনসহ গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুনসে রংপুরের পীরগঞ্জ উপজেলার খেতাবের পাড়া এলাকার হাছেন আলীর ছেলে। তার বিরুদ্ধে একটি মাদকের মামলা রয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করার পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন