ভিডিও শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

কুড়িগ্রামে আওয়ামী লীগের ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামে আওয়ামী লীগের ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, প্রতীকী ছবি

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামে জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩৪ নেতাকর্মীর নামে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে মামলা হয়েছে। জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহম্মেদ বাদি হয়ে গত বৃহস্পতিবার সদর থানায় একটি মামলা দায়ের করেন। এতে অজ্ঞাত আরও তিনশতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

আসামিরা হলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওবাইদুর রহমান, সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম রতন, সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিউল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক রুহুল আমিন দুলাল, জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।

মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট শহরের ঘোষপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার জমায়েতে আসামিরা হামলা চালিয়ে হত্যার উদ্দেশ্যে মারধর করে জনসাধারণকে গুরুতর জখম করেন।

আরও পড়ুন

এছাড়া আসামিদের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও প্রাণনাশের হুকুম দেওয়ার অভিযোগও আনা হয়েছে। কুড়িগ্রাম সদর থানার ইনর্চাজ নাজমুল আলম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও ছেলে দগ্ধ

কর্ম কমিশনের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

চকরিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদী গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে বাস উল্টে খাদে,আহত ২৩

জাহাজ থেকে বিদেশে পালানো ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সুশৃঙ্খল মানুষেরা সফল হয় কেন?