খাগড়াছড়িতে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক: খাগড়াছড়ির রামগড় পৌরসভার ১নং ওয়ার্ডের শ্মশালটিলায় নিজ বাসা থেকে মো. হাসান (১৯) নামে এক যুবকের রশিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৩ অক্টোবর) রাত ১০টায় তার মরদেহ উদ্ধার করা হয়।
হাসান ওই এলাকার মো. ইউসুফের ছেলে।
আরও পড়ুনমৃত যুবকের পারিবারিক সূত্রে জানা গেছে, মো. হাসান দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। এছাড়াও মানসিক হাসপাতালে চিকিৎসাধীনও ছিলেন। এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিল সে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন জানান, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা এ বিষয়ে এখনো বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে। এ নিয়ে থানায় একটি মামলা হয়েছে।
মন্তব্য করুন