পাবনার চাটমোহরে পানিতে ডুবে ৯ বছর বয়সের শিশুর মৃত্যু
চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে পানিতে ডুবে সীমা দাস (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৪ অক্টোবর) বেলা ২টার দিকে বাড়ির পাশের ডোবায় ঘটনাটি ঘটে। সীমা উপজেলার নিমাইচড়া ইউনিয়নের করকোলা গ্রামের নীরেন দাসের মেয়ে ও করকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
এলাকাবাসী জানায়, বাড়ির পাশে একটি ডোবায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় সীমা। পরে ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করেন স্বজনরা।
আরও পড়ুনচাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার হাবিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, সীমা ও তার জমজ বোন গোসলে নেমেছিল। একজন বাঁচতে পারলেও অন্যজন তলিয়ে যায়। স্থানীয়রা সীমাকে যখন উদ্ধার করে ততক্ষণ সে মারা যায়।
মন্তব্য করুন