ভিডিও শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

বগুড়ার ধুনটে প্রেমিকাকে শ্লীলতাহানীর ঘটনায় প্রবাসী প্রেমিক গ্রেপ্তার

বগুড়ার ধুনটে প্রেমিকাকে শ্লীলতাহানীর ঘটনায় প্রবাসী প্রেমিক গ্রেপ্তার, ছবি : দৈনিক করতোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় প্রেমিকার সাথে দেখা করার সময় শ্লীলতাহানীর অভিযোগে সাদ্দাম হোসেন (৩০) নামে সিঙ্গাপুর প্রবাসী এক প্রেমিককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয়রা।

এ ঘটনায় আজ সোমবার (১৪ অক্টোবর) সকালে ওই প্রেমিকা বাদি হয়ে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ধুনট থানায় একটি মামলা দায়ের করেছে। সিঙ্গাপুর প্রবাসী সাদ্দাম হোসেন সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি গ্রামের আব্দুল মান্নান বাদশার ছেলে। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

মামলা সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছি-সোনাহাটা গ্রামের এক স্টিল মিস্ত্রির মেয়ে (২০) স্থানীয় সোনাহাটা বাজার এলাকায় একটি টেইলার্স দিয়ে পোশাক তৈরির কাজ করেন। প্রায় এক মাস আগে সাদ্দাম হোসেন সিঙ্গাপুরের কর্মস্থল থেকে ছুটি নিয়ে ভেলাবাড়ি আসে।

পরিবারের লোকজনের পোশাক তৈরি করতে এসে টেইলার্সের মালিক ওই নারীর সাথে সাদ্দামের ৭দিন আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত রোববার সকাল ১০টার দিকে সাদ্দাম হোসেন প্রেমিকার সাথে দেখা করতে টেইলার্সে আসে।

আরও পড়ুন

সেখানে কথাবার্তার এক পর্যায়ে মেয়েটিকে শ্লীলতহানী করে প্রেমিক সাদ্দাম হোসেন। এ সময় প্রেমিকার চিৎকারে স্থানীয় লোকজন এসে সাদ্দামকে আটকের পর রাতে পুলিশের কাছে সোপর্দ করে। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এলাকায় আইনশৃঙ্খলা অবনতির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে জনতার রোষালন থেকে প্রেমিক-প্রেমিকাকে উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়। এ ঘটনায় মেয়েটির দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাদ্দাম হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনে যাচ্ছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা

রাজশাহীতে নেসকো’র ভৌতিক বিল বন্ধসহ নানা হয়রানির প্রতিবাদে বিক্ষোভ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি, বহিরাগতদের প্রবেশে বিধি-নিষেধ

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মায়ের মৃত্যু

বগুড়ার ধুনটে পাট মজুদ করায় ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা: গুদাম সিলগালা