নবীনগরে শর্টগান ও গুলিসহ গ্রেপ্তার ৬
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ডাকাতি করার সময়ে দুটি শর্টগান, সাত রাউন্ড গুলিসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ।
সোমবার (১৫ অক্টোবর) মেঘনা নদী তীরবর্তী ধরাভাঙ্গা গ্রামের বালুমহালে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তাররা হলেন, নরসিংদী সদর থানার আলীপুর গ্রামের মো. আরমান (৪২), কাজী তারেক(৩৪), আবু সাঈদ(২৯), আমজাদ হোসেন (২৭), সাজ্জাদ মনা (২২) আশরাফুল ইসলাম হিমেল (২০) ।
আরও পড়ুন
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ডাকাতদলকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে।’
মন্তব্য করুন