দিনাজপুরের ফুলবাড়ীতে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে গলায় ফাঁস দেয়া অবস্থায় ইদুল হাসান (৯) নামে এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় ফুলবাড়ী পৌর এলাকার বারকোনা (ফুলবাড়ী রেলস্টেশনের পূর্ব দিকে) গ্রামে নিজ বাড়িতে তার মরদেহটি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ইদুল হাসান ওই গ্রামের ফরহাদ হোসেন বাঘা ও রিক্তা বেগম দম্পতির সন্তান। সে দ্বিতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতুলের বাবা-মা রেলস্টেশনে চায়ের দোকান করেন। প্রতিদিনের মত সকালে মা-বাবার সাথে ইদুল হাসান (৯) ও তার ছোট ভাই রাব্বী (৫) দোকানে চলে যায়। সেখানে তারা খেলছিল। এরই মধ্যে হঠাৎ তার মা রিক্তা বেগম ইদুলকে দেখতে না পেয়ে খুঁজতে বাড়িতে গিয়ে দেখেন বাড়ির বারান্দার বাঁশের সাথে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছে।
আরও পড়ুনএসময় তার মা রিক্তা বেগম ও নানী মর্জিনা বেগম তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ইদুলকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) ফরহাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, কোন অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ পরিবারে কাছে হস্থান্তর করা হয়েছে।
মন্তব্য করুন