সিলেটে এবার জিপিএ-৫ বৃদ্ধি পেয়েছে চারগুণ
এবার সিলেট বোর্ডে এইচএসসি ও সমমানে পাসের হার ও জিপিএ দুটোই বেড়েছে। তবে গতবছরের চেয়ে জিপিএ-৫ বৃদ্ধি পেয়েছে চারগুণ। এবছর পাসের হার ৮৫ দশমিক ৩৯ শতাংশ।
গত বছরের তুলনায় এবার পাসের হার বেড়েছে ১৩ দশমিক ৭৭ শতাংশ এবং জিপিএ-৫ বেড়েছে ৪ হাজার ৪৯০টি। গত বছর সিলেট বোর্ডে পাসের হার ছিল ৭১ দশমিক ৬২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৭০৪ জন। আর এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৬৯৮ জন।
আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুন চন্দ্র পাল আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
তিনি বলেন, আইসিটি বিষয়ে পরীক্ষা ভালো হওয়ায় জিপিএ-৫ ও পাসের হার দুটোই বেড়েছে। এছাড়া এবছর পরীক্ষাও হয়েছে কম বিষয়ে।
আরও পড়ুনসিলেট শিক্ষাবোর্ডের প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবছর বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ৮৩ হাজার ১৬৫ জন। পাস করেছে ৭১ হাজার ১২ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ২৮ হাজার ৩৫১ ছেলে এবং ৪২ হাজার ৬৬১ মেয়ে।
জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৬৯৮ জন। এরমধ্যে দুই হাজার ৮৬৯ ছেলে এবং ৩ হাজার ৮২৯ জন মেয়ে।
মন্তব্য করুন