ভিডিও

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে আটক ৬ জেলে

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৪, ০৭:৩৯ বিকাল
আপডেট: অক্টোবর ১৫, ২০২৪, ০৮:৫৭ রাত
আমাদেরকে ফলো করুন

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকারের দায়ে ৬ জেলেকে আটক করেছে নৌ পুলিশ।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোরে মতলব উত্তর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন, মতলব উত্তর উপজেলার মোহাম্মদপুর গ্রামের মো. মামুন (১৯) ও মো. মহিন (২০), জহিরাবাদের আরিফ হোসেন (২৬) ও রাসেল পাটোয়ারী (২৫), গাজীকান্দী গ্রামের স্বপন মিয়া (৪০) ও মো. শাহিন (৩৬)।

 

 বিষয়টি নিশ্চিত করে মোহনপুর নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ‘নৌ পুলিশ ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে নদীতে মাছ শিকারের সময় তাদেরকে আটক করা হয়।’

উল্লেখ্য, চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার জলসীমানাসহ দেশের ৬টি অভয়াশ্রমে মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। মা ইলিশ রক্ষায় গত ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া এই অভিযান আগামী ৩ নভেম্বর পর্যন্ত চলবে। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS