ভিডিও

রূপগঞ্জে বালু লুটের অভিযোগে বিএনপি নেতা আটক

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৪, ০৭:৫৭ বিকাল
আপডেট: অক্টোবর ১৫, ২০২৪, ০৮:৫৭ রাত
আমাদেরকে ফলো করুন

 

ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের ক্যাম্প ইনচার্জ আকন্দ রিয়াদ মুর্শেদ অভিযোগে উল্লেখ করেন, প্রকল্পের কনস্ট্রাকশন কাজের জন্য কাঞ্চন নলপাথর এলাকা থেকে ভাই ভাই এন্টারপ্রাইজের কাছ থেকে তারা বালু কিনছেন। গত ২৩ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে দুটি গাড়িযোগে নলপাথর থেকে বালু লোড করে প্রকল্পের দিকে আসছিলেন চালক শরিফ সরদার ও আরমান মিয়া। গন্ধর্বপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কাছে পৌঁছালে হাফিজুর রহমান ও তার লোকজন গাড়ি দুটির গতিরোধ করেন। এখানকার স্ক্রাব ও ওয়েস্টেজ নিয়ে যাওয়ার পাশাপাশি মোটা অঙ্কের চাঁদা দাবি করেন চায়নিজ কোম্পানির কাছে। গত ২৩ সেপ্টেম্বর কাঞ্চন নলপাথর এলাকা থেকে দুই গাড়ি বালু লোড করে সাব অফিসে নিচ্ছিলেন শরিফ সরকার ও আরমান। পথে পিন্টু তাঁদের মারধর করে বালু আনলোড করে নিয়ে যান। এ বিষয়ে সেনাবাহিনীর কাছে লিখিত অভিযোগ দেওয়া হলে তাঁকে আটক করা হয়।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS