ভিডিও শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

কক্সবাজারে ময়মনসিংহ আ.লীগের ২ নেতা গুলিসহ গ্রেপ্তার

ময়মনসিংহ আওয়ামী লীগের দুই নেতাকে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার একটি হোটেল থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (পুলিশ) ডিবি।

আজ রোববার (২৭ অক্টোবর) তাদের আটক করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক সাগর (৩৮) এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও নগরীর ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক সাবাস (৩৭)। 

দুপুরে তাদের কক্সবাজার থেকে ময়মনসিংহে নিয়ে আসা হয়। পরে নগরীর দিঘারকান্দা এলাকায় আটক ওমর ফারুক সাবাসের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় সাবাস তার হেফাজতে থাকা দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল বের করে দিলে পুলিশ তা জব্দ করে। 

আরও পড়ুন

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে তারা পলাতক ছিলেন। এ ছাড়া অস্ত্র আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।’ 

খোঁজ নিয়ে জানা গেছে, হত্যাসহ একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা সাবাস। তার বিরুদ্ধে হত্যা, জমি ও বাড়ি দখলসহ চাঁদাবাজির অসংখ্য অভিযোগ রয়েছে। এ ছাড়া ব্যবসায়ী দুলু, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাসহ অসংখ্য ব্যক্তিদের কুপিয়ে জখম করার অভিযোগও রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরকে গ্রাহকদের সাথে নিয়ে স্বাগত জানালো সেইলর 

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সেইলর

ধরা-ছোঁয়ার বাইরে রংপুর

খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান

খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলায় নারীসহ আহত ৮, দু’জন আইসিইউতে

সরকারি দফতরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি