কুড়িগ্রামের রাজারহাটে মহিলা প্রতারক গ্রেপ্তার
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে সরকারি টিউবওয়েল দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার প্রতারণা করতে গিয়ে এক মহিলা প্রতারককে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছে রাজারহাট থানা পুলিশ।
পুলিশ জানায়, উপজেলা সদর ইউনিয়নের দূর্গারাম আবাসনে আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে মহিলাদের সরকারি টিউবওয়েল দেওয়ার নাম করে সালমা আক্তার স্মৃতি (২৭) নামে এক প্রতারক টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এলাকাবাসীর সন্দেহ হলে তাকে আটক করে রাজারহাট থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্মৃতিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
সালমা আক্তার স্মৃতি কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের পশ্চিম পাখিউড়া এলাকার সুরুজ্জামান মোল্লার মেয়ে। অভাবের কারণে সে বিভিন্ন জায়গায় প্রতারণা করতো বলে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে।
আরও পড়ুনগ্রেপ্তারকৃত প্রতারককে ১৫১ ধারায় মামলা দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করেছে বলে থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন