ভিডিও বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

বগুড়ার শাজাহানপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

বগুড়ার শাজাহানপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, প্রতীকী ছবি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে নুসরাত জাহান মিম (২২) নামের এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে শাজাহানপুর উপজেলার শাকপালা পশ্চিমপাড়া গ্রামের শফিকুল ইসলামের পালিত মেয়ে।

তার স্বামী ঠাকুরগাঁও জেলা সদরের খানকা শরিফ এলাকার বাসিন্দা ফারহান লাবিব। বর্তমানে তিনি নৌবাহীনির পেটি অফিসার হিসেবে দক্ষিণ সুদানে কর্মরত। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে শাজাহানপুর উপজেলার শাকপালা পশ্চিমপাড়া গ্রামে পালিত বাবার বাড়ি থেকে মিমের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, স্বামী দেশের বাইরে থাকায় গৃহবধূ নুসরাত জাহান মিম ৬ বছর বয়সী ছেলেকে নিয়ে তার পালিত বাবার বাড়িতে বসবাস করতেন। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে বাড়ির মূল দরজা ভিতর থেকে লাগিয়ে ছেলের সামনেই শয়ন ঘরের সেলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় মিম।

আরও পড়ুন

শিশু সন্তান মাকে ঝুলতে দেখে দরজা খুলে বাইরে এসে চিৎকার করে। আশেপাশের লোকজন ছুটে এসে মিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮.৯ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা শ্রীমঙ্গলে

অবৈধভাবে বসবাসরত বিদেশিদের সময় বেঁধে দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

শনিবার চট্টগ্রামে বিপিএল কনসার্ট

ট্রাক-সিএনজি সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

রাঙামাটির নদী থেকে নিখোঁজ ২ পর্যটকের লাশ উদ্ধার 

কাট্টালি টেক্সটাইল শেয়ারহোল্ডারদের দিল নগদ লভ্যাংশ