ভিডিও শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

সলিমুল্লাহ মেডিক্যালের ক্লাসে ঢুকে পড়া সেই যুবক গ্রেপ্তার

সলিমুল্লাহ মেডিক্যালের ক্লাসে ঢুকে পড়া সেই যুবক গ্রেপ্তার

স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ঢুকে উচ্ছৃঙ্খল আচরণ করা সেই যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা পুলিশ।

গতকাল সোমবার (২৮ অক্টোবর) বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল পাক্কার মাথা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

গ্রেপ্তার যুবকের নাম জুবায়ের এলাহী। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর সকালে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের একাডেমিক বিল্ডিংয়ের দ্বিতীয় তলার একটি ক্লাসে এক যুবক লাঠি হাতে প্রবেশ করেন।

আরও পড়ুন

সে লাঠি হাতে গ্যালারিতে উচ্ছৃঙ্খল আচরণ ও চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এই সময় গ্যালারিতে বেশ কয়েকজন ছাত্রছাত্রী ছিলেন। তারা ভয়ে গ্যালারি থেকে বের হয়ে যান। যুবকটি বিভ্রান্তের মতো এদিক-ওদিক ছোটাছুটি করে মেডিক্যাল কলেজ ত্যাগ করেন।

সূত্রটি আরো জানায়, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রাথমিক অনুসন্ধান করে। এরপর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে যুবককে শনাক্তপূর্বক গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ফুটেজটি ছড়িয়ে পড়লে এটা নিয়ে নানা রকম বিভ্রান্তি ও গুজব ছড়ানো হচ্ছে।

ঘটনাটি নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেছে ডিএমপি।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মঙ্গলবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির বিরুদ্ধে পদবঞ্চিতদের স্মারকলিপি

সন্ত্রাসী ‘কিলার লিটন’ গ্রেফতার

তিন বছর পর ছয় মাস মেয়াদি আহবায়ক কমিটি বিলুপ্ত

কসবায় ডেকে নিয়ে অটোচালককে হত্যা, ১০ দিন পর লাশ উদ্ধার

আন্দোলনে গুলিবিদ্ধ হৃদয়ের চিকিৎসা হচ্ছে না টাকার অভাবে

বগুড়ার শিবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মজিদ গ্রেফতার