ভিডিও শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

ঝিনাইদহে পাঁচ হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

ঝিনাইদহে পাঁচ হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

নিউজ ডেস্ক:  ঝিনাইদহ জেলা জজ আদালতের (দ্বিতীয়) বিচারক মো. জাকারিয়া, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী গ্রামে চাঞ্চল্যকর ‘পাঁচ হত্যা’ মামলার রায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়া অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী আলী রেজা ওরফে কালু (৭০) ও কুষ্টিয়া সদর জেলার পিয়ারপুর গ্রামের মহসিন আলী। আলী রেজা কালু ৫ আগস্টের পরে ভারতে পালিয়ে গেছেন বলে আদালত রায় ঘোষণার সময় উল্লেখ করেছেন। 

পলাতক যাবজ্জীবনপ্রাপ্ত আসামি আলী রেজা কালু কুষ্টিয়ার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা। তিনি কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী মোর্তজা খসরুর বড় ভাই ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের চাচা। 

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৩টায় ঝিনাইদহ জেলা জজ দ্বিতীয় আদালত এ রায় পড়ে শুনান। 

অন্যদিকে একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৬ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। খালাসপ্রাপ্তরা হলেন- মকবুল হোসেন (৬৫), আনোয়ার হোসেন (৬০), বড় কালু (৪০), আব্দুর রাজ্জাক (৫০), আব্দুল মান্নান (৪৫) ও বাবলুর রহমান (৪০)। 

আরও পড়ুন

মামলার রায় সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ৫ ডিসেম্বর ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের শেখপাড়া গ্রামের শহীদ খা, ত্রিবেনী গ্রামের শাহনেওয়াজ, একই গ্রামের ফারুক, নুরু কানা ও কুষ্টিয়ার ভবানীপুর গ্রামের কটা মিয়াকে গুলি করে ও গলাকেটে হত্যা করে সন্ত্রাসীরা। 

ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করে। আদালত ২২ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে ও আটক আসামির জবানবন্দি মতে মঙ্গলবার বিকেলে উল্লেখিত রায় প্রদান করেন। 

চাঞ্চল্যকর হত্যা মামলায় বাদী পক্ষে অ্যাড. অজিৎ কুমার ঘোষ ও আসামি পক্ষে অ্যাড. কামরুল আবেদীন মামলাটি পরিচালনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরকে গ্রাহকদের সাথে নিয়ে স্বাগত জানালো সেইলর 

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সেইলর

ধরা-ছোঁয়ার বাইরে রংপুর

খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান

খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলায় নারীসহ আহত ৮, দু’জন আইসিইউতে

সরকারি দফতরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি