ভিডিও শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

আশুলিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের ৬ জনকে গ্রেপ্তার

আশুলিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের ৬ জনকে গ্রেপ্তার

নিউজ ডেস্ক:  সাভারের আশুলিয়ায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. শাহীনুর কবির।

এর আগে মঙ্গলবার জামালপুর, ময়মনসিংহ, গাজীপুর, টাঙ্গাইলসহ আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুর থানার বেলুটিয়া পশ্চিম পাড়া এলাকার মো. তোফাজ্জল হোসেন ওরফে ভাঙ্গারী বাবু (২৮), একই এলাকার মো. কোরবান আলী (২৫), একই থানার দেওয়ান টাইটা এলাকার মো. আল আমিন শেখ (৩০) ও তারুটিয়া এলাকার মো. শহিদুল (৩৬), আশুলিয়ার কলতাসুতি বারল এলাকার মো. সজিব (২১) ও মো. শিবলু আহম্মেদ (২০)।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ২৭ অক্টোবর রাজশাহীর সিটিহাট থেকে ২৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২১টি গরু কেনেন চট্টগ্রামের মিরসরাইয়ের গরিয়াইশ এলাকার বাসিন্দা ভুক্তভোগী গরু ব্যবসায়ী মো. শহিদুল এনাম রাসেল। এরপর ট্রাকযোগে গরুগুলো নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। এর মধ্যে গাড়ি আশুলিয়ার চন্দ্রা-নবীনগর মহাসড়কের বলিভদ্র ফিনিক্স স্পিনিং মিলের সামনের সড়কে পৌঁছালে একটি নম্বরবিহীন নীল রংয়ের মিনি ট্রাক নিয়ে অজ্ঞাত ১৫-১৬ জন ডাকাত ভুক্তভোগীর গরুর ট্রাকের সামনে ব্যারিকেড দিয়ে ট্রাক থেকে চালক, সহকারী ও রাখালকে নামিয়ে নিজেদের ট্রাকে উঠিয়ে রশি ও গামছা দিয়ে তাদের চোখ বেঁধে ফেলে। যদিও কৌশলে রাখাল পালিয়ে যায়। একপর্যায়ে ডাকাতরা গরু ভর্তি ট্রাক নিয়ে গাজীপুরের দিকে চলে যায়। 

আরও পড়ুন

পুলিশ আরও জানায়, এ ঘটনায় গত ২৯ অক্টোবর আশুলিয়া থানায় একটি মামলা করা হয়। তথ্য প্রযুক্তি ব্যবহার করে তদন্তের মাধ্যমে ছয় ডাকাত সনাক্ত করে তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়া গ্রেপ্তারদের দেওয়া তথ্যে ডাকাতি করা সাতটি গরু, ট্রাক ও ডাকাতি কাজে ব্যবহৃত ট্রাক উদ্ধার করা হয়। 

এ ঘটনায় ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. শাহীনুর কবির বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানায়। তাদের দলের প্রধান পলাতক রয়েছে। ডাকাতির ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তার ও গরু উদ্ধারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরকে গ্রাহকদের সাথে নিয়ে স্বাগত জানালো সেইলর 

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সেইলর

ধরা-ছোঁয়ার বাইরে রংপুর

খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান

খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলায় নারীসহ আহত ৮, দু’জন আইসিইউতে

সরকারি দফতরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি