কালিগঞ্জে ঘরে মেঝে থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক: গাজীপুরের কালিগঞ্জ পৌর এলাকার উত্তরগাঁও গ্রাম থেকে ঘরের মেঝে থেকে আলেয়া বেগম (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। এ ঘটনার পর নিহতের স্বামী মোজাম্মেল হোসেন (২২) ও শ্বশুর আবুল হোসেন (৫০) পলাতক রয়েছেন।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।
এর মঙ্গলবার সকালে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত গৃহবধূ আলেয়া স্বামী মোজাম্মেল হোসেন নিজ বাড়ির পাশে মতিউর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন। গৃহবধূর বাবার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়।
আরও পড়ুন
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব কুমার বাইন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, গতকাল দিবাগত রাতে যথারীতি খাওয়া-দাওয়ার পর স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েছিলেন। পরে রাত আনুমানিক ১টার দিকে স্ত্রী আলেয়া গলায় ফাঁসি নিয়েছে বলে চিৎকার-চেঁচামেচি করে স্বামী মোজাম্মেল। আশেপাশের লোকজন এগিয়ে এসে মরদেহ নিচে নামিয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ সকালে এসে মরদেহ ঘরের মেঝে থেকে উদ্ধার করে। হত্যা না আত্মহত্যা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে প্রাথমিক সুরতহালে মরদেহের গলায় কাল দাগ পাওয়া গেছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে। আপাতত থানায় অপমৃত্যুর মামলা হচ্ছে। নিহতের বাবার বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় কোন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন