নোয়াখালীতে পৃথক অভিযানে ৩ সন্ত্রাসী গ্রেপ্তার
নিউজ ডেস্ক: নোয়াখালীতে পৃথক অভিযানে সেনবাগ ও বেগমগঞ্জ উপজেলা থেকে একাধিক মামলার আসামি তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বুধবার (৩০ অক্টোবর) ভোররাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—বেগমগঞ্জ উপজেলার নূর হোসেনের ছেলে মো. রাব্বি (২৬), আবু সাঈদের ছেলে মো. সালাম (২২) ও সেনবাগ উপজেলার মৃত সানাউল্লাহর ছেলে মো. আলাউদ্দিন (৩৫)।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, সেনবাগ উপজেলার আলাউদ্দিন একজন চিহ্নিত সন্ত্রাসী। তার নামে থানায় অস্ত্র, সন্ত্রাসী এবং চাঁদাবাজির ৯টি মামলা রয়েছে। অন্যদিকে রাব্বি ও সালাম দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল৷ বুধবার (৩০ অক্টোবর) ভোররাতে পৃথক অভিযানে সেনবাগ ও বেগমগঞ্জ উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুননোয়াখালী আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার বলেন, তিন সন্ত্রাসীকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। তারপর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের আটক না করা পর্যন্ত যৌথবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কর্নেল রিফাত আনোয়ার।
মন্তব্য করুন