গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিন ব্যবসায়ীর জরিমানা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে নাকাইহাট বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন মুদি দোকান, মেডিকেল স্টোর ও কাঁচা বাজারের আড়তে অভিযান চালিয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন অভিযান পরিচালনা করেন।
আরও পড়ুনঅভিযান চলাকালে উপজেলার নাকাইহাট বন্দরের মুদির দোকান জান্নাতুল স্টোরের স্বত্বাধিকারী মিটু মিয়ার ৫ হাজার, সৈকত মেডিকেল স্টোরের শামীম প্রধানের ৩ হাজার ও কাঁচামালপট্টির পাইকারি আড়তদার সততা ট্রেডার্সের মালিক শাহ আলমের কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মন্তব্য করুন