দৈনিক করতোয়ায় প্রতিবেদন প্রকাশের পর
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় সুদের টাকা দিতে না পারায় ঋণ গ্রহীতা সুমির চন্দ্র শীলের বাড়ি থেকে নিয়ে যাওয়া গরুটি ছয় দিন পর দাদন ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের পিরহাটি গ্রামের দাদন ব্যবসায়ী সঞ্জয় কুমার মোহন্তের বাড়ি থেকে গরুটি উদ্ধার করে ঋণ গ্রহীতা সুমির চন্দ্র শীলের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। দৈনিক করতোয়ায় প্রতিবেদন প্রকাশের পর থানা পুলিশ এই ব্যবস্থা গ্রহণ করে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পিরহাটি গ্রামের সুমির চন্দ্র শীল প্রায় দুই বছর আগে স্ট্যাম্পে সই দিয়ে প্রতিবেশী সঞ্জয় কুমার মোহন্তের কাছ থেকে বার্ষিক ২৫ হাজার টাকা সুদে এক লাখ টাকা ঋণ নেন। বার্ষিক সুদের টাকা দুই কিস্তিতে পরিশোধ করার শর্ত রয়েছে।
শর্ত অনুযায়ী ঋণ গ্রহণের ছয় মাস পর ১৩ হাজার টাকা পরিশোধ করেন সুমির। এরপর অভাব-অনটনের কারণে সুমির চন্দ্র সুদের টাকা পরিশোধ করতে ব্যর্থ হন। এতে সুদ-আসলে সুমির চন্দ্রের টাকার পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৩৭ হাজার টাকা। এই টাকা দিতে না পারায় ২৫ অক্টোবর সকালে সুমির চন্দ্রের বাড়ি থেকে একটি গরু জোরপূর্বক নিয়ে যান সঞ্জয় কুমার মোহন্ত ও তার লোকজন।
এ ঘটনায় সুমির চন্দ্র শীল বাদি হয়ে ওই দিনই সঞ্জয় মোহন্তসহ ছয় জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেন। এ ঘটনায় ৩০ অক্টোবর দৈনিক করতোয়ায় ‘ধুনটে সুদের টাকা দিতে না পারায় গরু নিয়ে গেল দাদন ব্যবসায়ী’-শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি পুলিশের নজরে আসে।
এ ব্যাপারে ধুনট থানার এসআই মোহাম্মাদ আলী বলেন, ঋণ গ্রহীতার অভিযোগের ভিত্তিতে গরুটি উদ্ধার করে দেওয়া হয়েছে। উভয়পক্ষের মধ্যে আর্থিক লেনদেনের বিষয়টি সমাধানের চেষ্টা চলমান রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।