নিউজ ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৪, ১০:০৪ রাত
নবীনগরে অবৈধভাবে বালু উত্তলনে ৫টি ড্রেজার মেশিন জব্দ, গ্রেফতার ১২
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৃথক অভিযানে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তলনের দায়ে ৫টি ড্রেজার ও ২ লাখ টাকা জরিমানাসহ ১২ জনকে গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার বড়িকান্দি ইউনিয়নে জাফরাবাদ ও নতুনচর বালু মহালে ইজারার শর্ত ভঙ্গ করে অতিরিক্ত ড্রেজার দিয়ে বালু উত্তলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও নবীনগরের চরলাপাং মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনরত অবস্থায় ৫টি ড্রেজার ও ১২ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু মুছা।
তিনি জানান, উপজেলার জাফরাবাদ ও নতুনচর এলাকায় অতিরিক্ত ড্রেজার দিয়ে বালু উত্তলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা এবং চরলাপাং সীমানায় অবৈধ ড্রেজার দিয়ে একটি চক্র বালু উত্তলনরত অবস্থায় ৫টি ড্রেজার জব্দ সহ এসময় ১২ ড্রেজার শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ১১ জনকে বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয় এবং ১ জন আসামিকে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- আলমগীর হোসেন(৫৪) চাঁদপুর, মো. জসিম উদ্দিন(৩৯) সোনারগাঁও, মো. খোকন(৪০) ভোলা, আবদুর রহমান (২৬) লক্ষীপুর, মোস্তফা (৩৬) মুন্সিগঞ্জ, জুবায়ের (৩৭) চাঁদপুর, আল আমিন (২৮) ভোলা, কামাল ভূইয়া (৫২) মুন্সিগঞ্জ, হুমায়ুন কবির (৩০) পটুয়াখালী, মো. নবীর(২৬) লক্ষীপুর, ইমাম হোসেন (৩৬) পটুয়াখালী।
জব্দকৃত ড্রেজার নবীনগর সদরে নিয়ে আসা হয়েছে। জব্দকৃত ড্রেজার সমূহ- দুই ভাই এক বোন, এমভি হাবিবা, মদিনার পথে, বাইতুল মুকাদ্দাস ও তামিম ড্রেজার।
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃতদের সাজা প্রদান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু মুছা বলেন, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন