ভিডিও শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

বগুড়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ইজিবাইকচালক গুরুতর আহত, গ্রেপ্তার ১

বগুড়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ইজিবাইকচালক গুরুতর আহত, গ্রেপ্তার ১, প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের ফুলবাড়ী এলাকায় সন্ত্রাসীরা মুক্তার আলী (৪৮) নামে এক ইজিবাইক চালককে ছুরিকাঘাত করেছে। তাকে মুমূর্ষু অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছুরিকাঘাতে তার পেটের নাড়িভুড়ি বের হয়ে গেছে। আহত ইজিবাইক চালক মুক্তার আলী শহরের ফুলবাড়ী এলাকার বাবলু সরকারের ছেলে। এ ঘটনায় স্থানীয় জনতা তানভির ফকির নামে এক সন্ত্রাসীকে আটক করে থানায় সোপর্দ করেছে। গত বুধবার রাতে শহরের ফুলবাড়ী আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সোয়া ১০টার দিকে মুক্তার আলীর ইজিবাইকে অজ্ঞাতনামা চার যুবক যাত্রী হিসেবে ওঠে। পরে ফুলবাড়ী এলাকায় পৌঁছানোর পর ভাড়া নিয়ে ইজিবাইক চালক মুক্তারের সাথে তাদের একজনের কথাকাটাকাটি হয়। এসময় যাত্রীদের একজন মুক্তারের পেটে বার্মিজ চাকু দিয়ে আঘাত করে। এতে তার পেটের নাড়িভুড়ি বেরিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে রাত ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দীন জানান, এ ঘটনায় স্থানীয় জনতা তানভির ফকির নামে একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে। সে শহরের জামিল নগরের আলম ফকিরের ছেলে। গতকাল তাকে আদালতে পাঠানো হয়েছে। আর আহত ইজিবাইক চালকের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে তবে এখনও জ্ঞান তার ফেরেনি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরকে গ্রাহকদের সাথে নিয়ে স্বাগত জানালো সেইলর 

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সেইলর

ধরা-ছোঁয়ার বাইরে রংপুর

খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান

খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলায় নারীসহ আহত ৮, দু’জন আইসিইউতে

সরকারি দফতরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি